Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গবাদি পশুর খাদ্যে কাঁচা ঘাস সরবরাহের প্রয়োজনীয়তা
বিস্তারিত

গবাদি পশুর খাদ্যে কাঁচা ঘাস সরবরাহের প্রয়োজনীয়তা

গবাদি পশুকে পর্যাপ্ত কাঁচা ঘাস সরবরাহ করলে নিম্ন লিখিত লাভ হয়।

  • অধিক দুধ পাওয়া যায়।
  • খাদ্য খরচ কম হয়।
  • সুস্থ্য-সবল বাছুর জন্ম দেয়।
  • কৃত্রিম প্রজননের সফলতা পাওয়া যায়।
  • সঠিক বয়সে যৌন পরিপক্কতা আসে।
  • জন্মের সময় বাচ্চার মৃত্যু হার খুবই কম হয়।
  • দানাদার খাদ্যের প্রয়োজনীয়তা কম হয় ফলে উৎপাদন ব্যয় কমে যায়।
  • কৃত্রিম প্রজননের মাধ্যমে যে বাছুর জন্ম নেয় তার দৈহিক ওজন কাংখিত মাত্রায় পাওয়া যায়।
  • লাভ বেশী হয় ফলে কৃষক গাভী পালনে উৎসাহিত হয়।
  • উন্নত জাতের একটি গাভী পালন করে ছোট একটি সংসার চালনো যায় ফলে দারিদ্র বিমোচন করা সম্ভব হয়।
  • রোগ-ব্যাধি কম হয় ফলে চিকিৎসা খরচ খুবই কম হয়।
  • ঔষধ খরচ কম হয়।
  • গাভীর মৃত্যু হার খুবই কম হওয়াতে আর্থিক ক্ষতি হয় না।
  • দুধ উৎপাদন বেশী হলে গরিব কৃষক দুধ বিক্রয়ের পাশাপাশি নিজেরাও দুধ খেয়ে থাকে ফলে তাদেরও স্বাস্থ্য সুস্থ্য থাকে।
  • এক একর জমিতে ধান চাষ করে যে লাভ পাওয়া যায় ঘাস চাষ করলে তার চেয়ে কয়েক গুন বেশী লাভ পাওয়া যায়।

 

কাঁচা ঘাস না খাওয়ানোর অপকারিতা।

  • দুধ উৎপাদন কম হয়।
  • অপুষ্টিতে ভোগে ফলে রোগ-ব্যাধি বেশী হয়।
  • প্রজনন ক্ষমতা  হ্রাস পায়।
  • ঘন ঘন কৃত্রিম প্রজনন করতে হয়।
  • গর্ভপাতের পরিমাণ বেড়ে যায়।
  • দূর্বল ও কম ওজনের বাছুরের জন্ম হয়। ফলে বাছুরের মৃত্যু হার বেড়ে যায়।
  • পরবর্তীতে অপুষ্টিতে ভোগার কারনে বাছুরের মৃত্যু হার বেড়ে যায়।
  • যৌন পরিপক্কতা দেরিতে আসে।
  • মাংস উৎপাদন কম হয় এবং মাংসের গুনগত মান নিম্নমানের হয়।
  • দূর্বলতার কারণে রোগ-ব্যাধি বেশী হওয়াতে চিকিৎসা ব্যয় বেড়ে যায় এবং ঔষধের খরচও বেড়ে যায়। রোগ হওয়াতে উৎপাদন কমে যায় ফলে আর্থিক ক্ষতি হয়।
  • কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্মনো বাছুরের পরবর্তীতে আশাতিত ওজন পাওয়া যায় না। ফলে আশানুরূপ উৎপাদনও পাওয়া যায় না।
  • দানাদার খাদ্য বেশী দরকার হয় ফলে গাভী পালনের খরচ বেড়ে যায়।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/08/2022
আর্কাইভ তারিখ
29/08/2023